![]() |
হযরত শাহ পরাণ (রঃ) এর মাজার শারীফ |
হযরত শাহ পরাণ (রঃ) এর পূর্ব পুরুষগণ বোখারার অধিবাসী ছিলেন। শাহ পরাণের উর্ধ্বতন ৪র্থ পুরুষ শাহ জামালুদ্দিন বোখারার হাতে প্রথম সমরকন্দ ও পরে তুর্কিস্থানে এসে বসবাস করিতে ছিলেন। তার পিঁতা খ্যাতনামা আলেম ও কামেল বুজুগৃ ছিলেন। তাঁর মাতা ধর্মপরায়ণ মহিলা ছিলেন। তিনি হযরত শাহজালাল (রঃ) এরই সহোদরা বোন ছিলেন। হযরত শাহ পরাণ (রঃ) গর্ভ থেকেই গুলতানুল আযকারের সবক হাসিল করে জন্ম লাভ করেছিলেন। পাগলা আমিন নামে নেশাপুরের জনৈক বিখ্যাত দরবেশের নিকট থেকে মারফতের সবক নেন। সৈয়দ কামাল উদ্দিন নিকট থেকে তাফসীর, হাদিস, ফেকাহ ইত্যাদি বিষয়ের উপর জ্ঞান অর্জন লাভ করেন। তাঁর মামা হযরত শাহজালাল (রঃ) হিন্দুস্থানের যাত্রার খবর পেয়ে তিনি মামার সঙ্গী হয়ে যান। তাঁরা মামা থেকে দিল্লী থেকে প্রাপ্ত কবুতর জোড়া সিলেটে নিয়ে আসার পর বংশ বৃদ্ধি পেতে থাকে। সেগুলো কেহ মেরে ফেলতেন। এক মাত্র হযরত শাহ পরাণ (রঃ) প্রতিদিন একটি করে কবুতর খেতেন। কবুতরের পালকগুলি রেখে দিতেন। তাঁর মামা একদিন জালালী কবুতরের সংখ্যা কম দেখে খাদেমদের জিজ্ঞাসা করে আসল কারণ জানতে পারেন। খাদেমগণ হযরত শাহজালাল (রঃ) কে আসল ঘটনা বলে দিলেন। হযরত শাহ পরাণ (রঃ) এটা জেনে মামাকে বললেন আপনার কবুতরগুলো ফেরত দিচ্ছি। এই বলে তার রক্ষিত পালকগুলি বাতাসে উড়িয়ে দিয়ে বললেন যাও আল্লাহর হুকুমে শাহজালালের দরবারে পৌছে যাও। সাথে সাথে পালকগুলি জালালী কবুতর হয়ে তার মামার দরবারে হাজির হল।
![]() |
মাজারের ভীতরে প্রায় ২০০ বছরের একটি বট গাছ |
হযরত শাহজালাল (রঃ), হযরত শাহ পরাণ (রঃ) কে ডেকে তার আধ্যাত্মিকতার প্রশংসা করেন ও সন্তুষ্ট হন। পাশাপাশি প্রকাশ্যে কেরামতির ব্যাপারে জনমনে ভূল ব্যাখ্যাটি অবহিত করেন। উল্লেখ্য যে, শাহ পরাণ (রঃ) বৃহত্তর সিলেটের আনাচে কানাচে ইসলামের বাণী পৌছাতে জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন। হযরত শাহজালাল (রঃ) এর আদেশে খাদিম নগর স্থানে আবাস নির্মাণ করে ইসলামের কাজ শেষ জীবন পর্যন্ত চালিয়ে যান। সিলেট শহর থেকে প্রায় ছয় মাইল দূরে খাদিম নগর হযরত শাহ পরাণ (রঃ) চিরনিদ্রায় শায়িত আছেন।
হযরত শাহ পরানণ (রঃ) কে নিয়ে রচিত একটি জনপ্রিয় গানের অংশবিশেষঃ-
কৈতর উড়িলে দুই পাংখা মেলিয়া,
পালকেতে ফুঁ দিলা শাহ পরাণ আউলিয়া।
বিছমিল্লার বরকতে পায়রায় দেহে পাইলো জান
কেরামতি জাহির হইলো কামিল শাহ পরাণ,
সেই কেরামতি জাহির আছে সয়াল জুড়িয়া
পালকেতে ফুঁ দিলা শাহ পরাণ আউলিয়া।
শাহজালালকে পায়রা দিলা নিজামুদ্দিন পীর
সেই পায়রাগণ ছিলটেতে বান্ধে সুখের নীড়।
আল্লাহ, আল্লাহ জিকির পড়ে তারা সবে বইয়া
পালকেতে ফুঁ দিলা শাহ পরাণ আউলিয়া।
(সৈয়দ মোস্তফা কামাল)
(তথ্যঃ- সিলেট বিভাগের ইতিবৃত্ত "হিস্টোরিয়ান ডঃ মুমিনুল হক"। পৃষ্টা-৬৯)
(ফটো সংগ্রহেঃ মিশকাত আহমেদ)
1 মন্তব্য(গুলি):
Best Casinos in Las Vegas, NV - MapYRO
Best Casino in Las Vegas, 대전광역 출장마사지 NV in United States 서울특별 출장마사지 of 남양주 출장샵 America at MapYRO. Best Casino in 영천 출장샵 Las Vegas, NV United States of America at 대구광역 출장샵 MapYRO.